চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়ার সরফভাটাবাসীদের সামাজিক,সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর ২য় বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র প্রায় দুইশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৪ নভেম্বর)বিকালে পূর্ব সরফভাটা জে.কে. গ্রামার স্কুল প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর সভাপতি ডাক্তার আবুল ফজল।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,প্রধান বক্তার বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আবদুল রউফ।
মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সরফভাটা সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি ব্যাংকার কাজী শামসুল হুদা নাসিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী কেফায়েত উল্লাহ, সরফভাটা ইউনিয়ন আ’লীগের নেতা সমাজসেবক জাহাঙ্গীর সেলিম,খোরশেদ হায়দার খোকন, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম চৌধুরী,স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন,সদস্য ডিজিএফ সাকিল আহমেদ, সদস্য হারুন সিকদার, সদস্য আবু নাঈম, সদস্য আবদুল হান্নান প্রমূখ।
বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিরা মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সফলতা কামনা করেন এবং সোসাইটির বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জন করেন বলে উল্লেখ করেন।
সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা দেশ,প্রবাস ও সরফভাটাবাসীসহ রাঙ্গুনিয়াবাসীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সময়ে এলাকার, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।