চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুনার্মেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মঙ্গলবার (৭ জানুয়ারি)বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাটের ইছামতি নদীর চত্বরে খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান রেফারি মুক্তি সাধন বড়ুয়া,সহকারী মানিক কান্তি দাশ ও মাসুদের পরিচালনায় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন উত্তর ঘাটচেক ফুটবল একাদশ বনাম মধ্যম নোয়াগাঁও ফকির মামা ফুটবল একাদশ। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্যালকারে গড়াই। ট্রাইব্যালকারে উত্তর ঘাটচেক ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত সেমিফাইনালে উঠে মধ্যম নোয়াগাঁও ফকির মামা ফুটবল একাদশ।
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো.জাহেদ হোসেন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সহ সভাপতি ইসমাইল খান চান্দু,উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক নাহিদ আল মামুন খাঁন।
খেলায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পারভেজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হক,ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আতাউর রহমান সিফাত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুয়েল উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাব্বি,রাঙ্গুনিয়া পৌরসভা
যুবদলের সদস্য বাদশাসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. মিটু, মো.সাজ্জাদ, মো. আরিফ, মো. রিয়াজ, মো.আসিফ, মো. সেলিম, মো. মামুন,মো. হৃদয়।