চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা নবগ্রাম যুব সমাজের আয়োজনে প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি মিনিবার ফুঠবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে নবগ্রাম দক্ষিণ পাড়া মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি ও যুবদলের নেতা অধ্যাপক মুহাম্মদ মুহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চন্দ্রঘোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো.আজাদ হোসেন এর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএস শোয়াইব কাদের এর সঞ্চারনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ মুহসিন, উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনী।
খেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি বেলাল উদ্দিন বেলাল, চন্দ্রঘোনা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ মাহাবুবল আলম,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম. আনোয়ারুল হক,চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুজিবুল হক মুজিব,কাতার বিএনপির সহ সভাপতি ইউসুফ সিকদার,চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সহ সাধারণ সম্পাদক এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জু, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ কায়সার,রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রবিউল রহমান,চন্দ্রঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম বাহাদুর, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জুয়েল, চন্দ্রঘোনা ইউনিয়ন জিয়া মঞ্চ এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুসুম প্রমূখ।
আরো বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাছের উদ্দিন, মুহাম্মদ সাহাব উদ্দিন,সাজ্জাদ হোসেন খোকা,মোহাম্মদ সেলিম,হারাধন দাশ, নুর মুহাম্মদ বাঁচা সওদাগর, নুরু তালেব, মুহাম্মদ সাইফুল আলম,মুহাম্মদ সোনা মিয়া,নাছের উদ্দিনসহ নবগ্রাম যুব সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
রেফারি দিদারুল আলম ও সাইফুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন চন্দ্রঘোনা আধুরপাড়া সকার ক্লাব বনাম ক্লাব হান্ড্রেড কেপিএম। প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়াই।ট্রাইব্রেকারে চন্দ্রঘোনা আধুরপাড়া সকার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্লাব হান্ড্রেড কেপিএম।