চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত কোদালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্র ও যুব সমাজের আয়োজনে দিবারাত্রি উন্মুক্ত থ্রি-ফোর বার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১০জানুয়ারি) রাতে পূর্ব কোদালা হাজীপাড়া সংলগ্ন মাঠে খেলা শুরুতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি নেতাা শওকত আলী নুর সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হালিম তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব লায়ন শওকত আলী নুর, উদ্বোধক ছিলেন কোদালা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ওয়ার্ড বিএনপি সভাপতি ফজল আহমদ মেম্বার, প্রধান আকর্ষণ চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক,প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু বাবলু বড়ুয়া ও কোদালা ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস শিকদার,সদস্য মাহাবুব আলম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি বেলাল উদ্দিন বেলাল,চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ মেম্বার,সদস্য সৈয়দ নুর সওদাগর, সদস্য জামশেদ আলম মেম্বার, সদস্য ইউনুস মনি।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলাম বুলু, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ছাবের হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন, সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবছার মেম্বর,দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মঈনউদ্দীন, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ কাশেম, দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা এনাম,রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএস শোয়াইব কাদের, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাছের উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী ফরহাদ আলম,ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম সওদাগর, বিএনপি নেতা মন্জুর আলম চৌধুরী, কোদালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ, মোহাম্মদ আরমান, বিএনপি নেতা নাছের তালুকদার, কোদালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নেজাম,যুগ্ম আহবায়ক রাসেল ইকবাল, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, জালাল সওদাগর, বিশিষ্ট শিল্পপতি ফরহাদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী নাঈম উদ্দিন প্রমূখ।
রেফারি দিদারুল আলম এর পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কোদালা তালুকদার স্পোর্টিং ক্লাব বনাম ব্রহ্মোত্তর বয়েজ ক্লাব। প্রথম ও দ্বিতীয়ার্ধে সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কোদালা তালুকদার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে ব্রহ্মোত্তর বয়েজ ক্লাব। রাতের আকাশে বর্ণিল আলোকসজ্জ্বা এবং খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে উপস্থিত হাজার হাজার দর্শকদের আনন্দ দিয়েছে।