চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় সিএনজিসহ চালক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের একদিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ অটোরিকশা সিএনজিসহ চালক মো. সোহেল (৩৫)। নিখোঁজ সিএনজি চালক সোহেল উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের আজিজ নগর গ্রামের এনামুল হকের সন্তান।
এ ব্যাপারে নিখোঁজ মো.সোহেল এর শাশুর জামাল উদ্দিন (৫০),সাথে আলাপকালে তিনি বলেন,সে রাতের দিকে প্রায়ই সময় হিজড়াদের ভাড়া মারত চন্দ্রঘোনা থেকে। আমি বিভিন্ন এলাকায় এবং আমার আত্মীয় স্বজন মিলে অনেক খোঁজাখুজি করি। কিন্তু এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাই নাই। আমি আমার পরিচিত একজন সিএনজি ড্রাইভার থেকে জানতে পারি সে গতকাল রাত ১২.০০টার দিকে কাপ্তাই রাস্তার মাথায় তার সাথে দেখা হয় এবং তার সাথে কথা হয় সে ভাড়া নিয়ে খুলসি থানার দিকে ৩ নং কলোনির দিকে যায়। তারপর থেকে সে এবং তার সিএনজি নিখোঁজ। মো: সোহেল এর স্ত্রী (আমার মেয়ে) নাজু আক্তার আমাকে জানায় এই মোবাইল নাম্বার-০১৬৩২৮১৭২৪৭
(নাম সোমন) গতকাল ভাড়া নিয়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে এই মোবাইল নাম্বারটি বন্ধ আছে। মোবাইল নাম্বার ০১৮৬০-৫৬০২৬১, ০১৮১৮২২৮০২৯ ও ০১৮৫৯০৩৫৪০০ থেকে মো: সোহেল এর সাথে প্রায়ই সময় যোগাযোগ করত। মো: সোহেল এই নাম্বার এর ব্যক্তিদের প্রায় সময় ভাড়া নিয়ে যাইত। বর্তমানে তাদের নাম্বার বন্ধ রয়েছে। তাদের মোবাইল নাম্বারে আমরা অনেক বার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সব নাম্বার গুলো বন্ধ। বর্তমানে আমার মেয়ে নাজু আক্তার তার স্বামীর জন্য খুব টেনশনে দিন অতিবাহিত করছে। আমি মো: সোহেলকে আমাদের বিভিন্ন আত্মীয়ের বাসায় ও অনেক জায়গায় খোঁজাখুজি করি। কিন্তু কোথাও তার সন্ধান পাই নাই এখনো পর্যন্ত। আমি এবং আমার পরিবার খুব টেনশনের মধ্যে আছি যদি অজ্ঞাতনামা ব্যক্তিরা তার যদি কোন ক্ষতিসাধন করে। আমরা আর কোন উপায় না পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ আজ সোমবার (৩ নভেম্বর) রাতে অভিযোগ করেন বলে জানান।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম, বলেন,সিএনজিসহ মালিক (চালক) নিখোঁজের একটা অভিযোগ পেয়েছি। তা উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।।