চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে "মানবাধিকার মরণোত্তর পুরস্কার" পেলেন শিলক ইউনিয়ন এর কৃর্তি সন্তান সাবেক মহকুমা প্রশাসক শহীদ সৈয়দ খাজা আহমেদ।
রোববার (১০ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা মডেল ও রাঙ্গুনিয়া পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যৌথ আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভি.সি প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক,অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরায়েশি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাওলানা জহুরুল আনোয়ার এর হাত থেকে মানবাধিকার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন চান্দগাঁও সিডিএ মডেল আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্য নির্বাহী সদস্য মরহুম সৈয়দ লুৎফুল হুদা এর সন্তান সৈয়দ আহসানুল হুদা(সাব্বির)।
প্রসঙ্গত,সৈয়দ খাজা আহমদ প্রকাশ খায়েজ আহমদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের মাওলানা মুহাম্মদ আবদুস ছত্তার শাহ (রহ.) এর সুযোগ্য সন্তান। তিনি বাকেরগঞ্জ এর সাবেক মহকুমা প্রশাসক ছিলেন। স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময়ে তিনি দুর্গত অসহায় মানুষের রিলিফের ত্রাণ সামগ্রী বিতরণ করতেন। পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় তাদের সহযোগীরা নিজেদের আয়ত্তে এনে রিলিফের ত্রাণ সামগ্রী ব্যবহারের অপব্যবহার করে। তিঁনি এ অপব্যবহারের বিরুদ্ধ কঠোর আবস্থান নিয়ে জনসাধারণের কাছে রিলিফের কম্বল,বিষ্কুট,এবং অন্যান্য ত্রান সামগ্রী পৌঁছে দিতেন। এ পৌছানোর মানবিক দায়িত্ব নিয়ে বরিশালের গৌরনদী অঞ্চলে সরকারী সফরে যান। ত্রান বিতরণ শেষে বরিশাল মূখী ফিরিতী যাত্রায় নদীবক্ষে তাদের বহনকারী লঞ্চটি আক্রান্ত হলে তিঁনিসহ সকলে শাহদাত বরণ করেন। সফরকারী দলের কারোই মরদেহ সংগ্রহ করা সম্ভব হয়নি।