চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বেতাগী ইউনিয়ন নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী আমিনুর ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ানে প্রায় দুই লক্ষ টাকার খরচে
রাঙ্গুনিয়া পৌরসভা ও পোমরা ইউনিয়নের মধ্যবর্তীস্থান হাযরত কাঙ্গালি শাহ (রহ.)সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫এপ্রিল) বাদে জুমা সড়কের শুভ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য গাজী আইয়ুব,হাজী আমিনুর ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিল, হযরত কাঙ্গালি শাহ (রহ.) এর মোতোয়াল্লি ইন্জিনিয়ার কাজী রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য কাজী জাহেদ, পোমরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি'র নেতা সিরাজুল ইসলাম, যুবদলের নেতা সাইফুল ইসলাম,হাজী আমিনুল ইসলাম ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ সেলিম,মোহাম্মদ সাইফুলসহ স্থানীয় জনগণ।
প্রসঙ্গত, হাযরত কাঙ্গালি শাহ (রহ.) সড়কটি পৌরসভা ও পোমরা-বেতাগী ইউনিয়নের মাঝখানে হওয়ার কোন ইউনিয়নে করবে, ঠেলাঠেলির হওয়ায় দীর্ঘদিন কাজটি হয়নি বলে জানান মোহাম্মদ সাকিব।পরবর্তীতে মাজার
ও মসজিদের মুসল্লী ও মাজার জিযারত করতে আসা মানুষের সুবিধার জন্য আমাদের পারিবারিক প্রতিষ্ঠান হাজী আমিনুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়নে সড়ক টি করে দিয়েছি।