

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রাহমান ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে প্রায় দুই লক্ষ টাকার সিসি ক্যামরা প্রদান করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জননেতা হাজী ইলিয়াস সিকদার।
রোববার (১১আগষ্ট) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জননেতা হাজী ইলিয়াস সিকদার হিন্দু ও বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেনসহ বিএনপির নেতা আবদুস সাত্তার,মুহাম্মদ তৈয়ব,সোলাইমান কোম্পানি,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য এমদাদুল ইসলাম নয়ন,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম শাহেদ, যবদলের নেতা আনোয়ার হোসেন, মো. সুমন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ দিদার, ফজলে রাব্বি, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রবিউল, জুয়েল, নজরুল, ইসমাইল, মাসুদ,রাসেদ, জুবায়েরসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় হাজী ইলিয়াস সিকদার বলেন,ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরচার শাসকের পতনের পর আতঙ্কে আছেন দেশে সংখ্যালঘু সম্প্রদায়। পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে বিচ্ছিন্নভাবে মন্দিরসহ তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা করছে। আমরা তার নিন্দা জানাই।
তিনি আরো বলেন, দুর্বৃত্তদের প্রশ্রয় দিতে এই আন্দোলন করা হয়নি। এ সময় কোথাও হামলার ঘটনা ঘটলে সেনাবাহিনীসহ আমাদেরকে জানানোর অনুরোধ করা হয়।

দেশের সর্বস্তরের শান্তি প্রতিষ্ঠা,বিশেষ করে মন্দির- গির্জায় যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের হামলা করতে না পারে তার জন্য দেশনায়ক তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী নির্দেশে এ সিসি ক্যামেরা বিতরণ করেছি এবং সময় তাদের কাছে পাশে থাকার মনোভাব ব্যক্ত করেন।
।