

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় স্বৈরশাসকের পতন ও ছাত্র আন্দোলন সফল হওয়ায় আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন হেফাজতে ইসলামী বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ জাফর সাদেক এর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ বিন মাহাবুব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা এরশাদুল আলম মাসুদ, মাওলানা আবদুল খালেক, মাওলানা ওসমান মাহাদী, মাওলানা মুহাম্মদ বিন মাহাবুব, মুহাম্মদ আবু বক্কর, কামরুল ইসলাম, মাওলানা নাছের, হাফেজ মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা বাহাদুর প্রমূখ

এসময় বক্তারা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে,দেশের ছাত্রসমাজ ও আপামোর জনতা আজ মুক্ত। আমরা চাই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা আশাবাদী আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে দেশের সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।