

রাঙ্গুনিয়ায় ১৬ দুস্থ পরিবারকে ১ মাসের ইফতার সামগ্রী দিয়েছে উদ্দীপ্ত প্রবাসী পরিষদ। গতকাল উদ্দীপ্ত তরুণ সংঘ’র উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল মোস্তফা এসব সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াঁজ,আলু, ছোলা, মুড়ি ও খেজুর।
উদ্দীপ্ত প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম রেজা বলেন, সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে রমজানে এ উপহার সামগ্রী বিতরণ চলতে থাকবে। পাশাপাশি ঈদের জন্যও উপহার প্যাকেজের কার্যক্রমও শুরু করা হচ্ছে।
উদ্দীপ্ত প্রবাসী পরিষদের নির্বাহী সভাপতি আকিব হোসেন মিসবাহ বলেন এ মানবিক কাজে সহযোগিতা করেছেন, উদ্দীপ্ত
প্রবাসী পরিষদের উপদেষ্টা সাইফউদ্দীন আকবর, সভাপতি ইব্রাহিম রেজা, সাধারণ সম্পাদক রাকিব তালুকদার, হালিমা-আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোরশেদ আলম সহ উদ্দীপ্ত প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ। তাদের সহযোগিতায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে।
প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক রাকিব তালুকদার জানান ” এই সংগঠন বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।