ভারসাম্যহীন মহিন নামের আনুমানিক (১৫) বছরের শিশুটি রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটা ইউনিয়ন এর গোডাউন গরুর বাজারে সকাল দশ বা সাড়ে দশটার দিকে হারিয়ে গেছে।
মুহাম্মদ মুহিন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন মীরেরখিল গ্রামের মোহাম্মদ জামাল হোসেন এর সন্তান। তার পিতা পেশায় একজন সিএনজি অটো রিক্সা চালক।
পরিবারের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জুন) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটা ইউনিয়ন এর গোডাউন গরুর বাজারে গরু কিনতে আসলে সেখান থেকে ছেলেটি হারিয়ে যায়। তবে ছেলেটির মাথায় একটু সমস্যা রয়েছে বলেও জানান।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় বুধবার (২৮ জুন) একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। জিডি নং -৮০২।
কোনও হৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকলে নিম্নোক্ত নাম্বারে 01815703154, 01866068724 যোগাযোগ করার অনুরোধ জানান।