চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পোমরায় আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী ও মইনিয়া যুব ফোরাম হিলাগাজী পাড়া এবং ৩ নং ওয়ার্ড শাখার যৌথ আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৩ নভেম্বর) রাতে হিলাগাজী পাড়া মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের খলিফা আলহাজ্ব আবুল হোসেন মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক সুফী ঐক্য সংহতি এর চেয়ারম্যান ও গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিল এর সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ম.জি.আ), বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সামশুদোহা চৌধুরী, চট্টগ্রাম কাদের কনস্ট্রাকশন লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল কাদের চৌধুরী, উদ্বোধক ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীর উপদেষ্টা আলহাজ্ব আবুল হাশেম চৌধুরী,শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী উপদেষ্টা ওয়াহিদুর কবির চৌধুরী।
আকবর হোসেন রুবেল এর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা বাকীবিল্লাহ আযহারী
,শাহাজাদা সৈয়দ আহমদুল হক ভান্ডারী, মাওলানা মোর্শেদ আলম ভান্ডারি, মাওলানা নাজের হোসেন ভান্ডারি প্রমুখ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবু তাহের মেম্বার,বর্তমান সদস্য আবদুল সবুর, বদিউর আলম মাস্টার,রেজাউল করিম ভান্ডারী, মাস্টার আবু মুসা,দুলা মিয়া সওদাগর, মুহাম্মদ ইউসুফ,
দিদারুল আলমসহ কমিটির নেতৃবৃন্দ।
পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মাহফিল শেষ করা হয়।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া। 01820039772