চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা কর্ণফুলী নদীর তীরবর্তী ভূমিরখীলস্থ সরিয়ে যাওয়া ব্লগ পুনরায় ব্লগ বসিয়ে সংস্কার করে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেন স্থানীয় সর্বস্থরের জনগণ।
শুক্রবার (৩০ আগষ্ট) বাদে জুমা নদীর পাড়স্থ অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্বে করেন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান মেম্বার।
এসময় বক্তারা বলেন, পূর্ব সরফভাটা থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ব্লকের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন স্পটের এক কিলোমিটার ব্লক ধসে গেছে। কর্ণফুলীতে পানি বেড়ে যাওয়ার পর স্রোতের টানে ব্লকগুলো নেমে যাচ্ছে। এছাড়া নদী ড্রেজিংয়ের ফলে পাড়ঘেঁষে বালি সরে গিয়ে গভীর হয়ে যাওয়ায় এই ধস হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এতে নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে সরফভাটা ভূমিরখীল এলাকা দিয়ে। তাই নদীরক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
এছাড়াও তারা আরো বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী প্রায় আড়াই কিলোমিটার ব্লগ বসানো হয়েছে, বর্তমানে বন্যায়সহ অতিরিক্ত বালু উত্তোলনের কারণে প্রায় দেড় কিলোমিটার ব্লগ সরিয়ে গেছে। ভয়াবহ ভাঙ্গন ও ফাঁটল শুরু হওয়ায় এসকল এলাকার বসত-বাড়িসহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি সর্বস্ব হারানোর আশংকায় রীতিমত আতংক ছড়িয়ে পড়েছে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি নুর মুহাম্মদ শাহ,হাজী নুরুল আজিম,হাফেজ মাওলানা ইসমাইল,ব্যবসায় জাফর,আজগর,ছাত্রেনেতা ফরহাদ, ইব্রাহিম,নজরুল ইসলাম, সোহেল,ক্বারি মুহাম্মদ ইসমাইল প্রমূখ।