

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন এর সমাজিক ও সেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন কোদালা রাজানগর একতাই শক্তি’র উদ্যোগে প্রথমবারের মতো ত্রি-ফোর বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে কোদালা রাজানগর হাজী শাহ আলম সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরুতে দিদারুল আলম দিদার, প্রকৌশলী আরমান কামাল রাজু ও আনোয়ার হোসেন যৌথভাবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন,খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন কোদালা বার্সিলোনা ফুটবল একাদশ বনাম রাজানগর স্পোটিং ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইব্রুকারে গড়ায়। ট্রাইব্রুকারে রাজানগর স্পোটিং ক্লাবকে ২-১ গোল ব্যবধানে পরাজিত করে চ্যাপিয়ন হয় বাসোলনা একাদশ, খেলা শেষে চ্যাপিয়ন দলের মাঝে চ্যাপিয়ন ট্রপি বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

ইউপি সদস্য আলী আজগর মেম্বার এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার,উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী আরমান কামাল রাজু,প্রধান বক্তার বক্তব্যে রাখেন কোদালা ইউনিয়ন আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন।

খেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের নেতা প্রকৌশলী ইসহাক, নজরুল ইসলাম,ইউপি সদস্য নজরুল ইসলাম,ইউপি সদস্য জমির উদ্দিন তালুকদার, কোদালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিক হাছান, কোদালা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,কোদালা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জুবায়ের আহমদ টিটু, ইউপি সদস্য হাবিবুল্লাহ খোকন, বিশিষ্ট সমাজসেবক আবদুর রহমান,জমির উদ্দিন,প্রবাসী সমাজসেবক মাওলানা মুহাম্মদ এয়াকুব,বিশিষ্ট সমাজসেবক রাসেল ইকবাল, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা প্রবাসী মোহাম্মদ ওসমান, আরিফুর ইসলাম রকিব, সমাজসেবক প্রবাসী আতিকুর রহমান প্রমূখ।
