রাঙ্গুনিয়ার গোডাউন নতুন ব্রীজ অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন শনিবার (১০ ডিসেম্বর)সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৫৯৪ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সভাপতি ও বিপুল ভোট পেয়ে মুহাম্মদ লোকমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া সহ সভাপতি পদে মো.আবু তাহের, অর্থ সম্পাদক পদে মারুফুর রহমান এবং সদস্য পদে নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রানা,মো.মুছা, মো. আরিফ এবং মোহাম্মদ রাসেল নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা,সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সরফী,বর্তমান চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, আ'লীগের নেতা জসিম উদ্দিন,মুজিবুর রহমান চৌধুরী, খোরশেদ আলম সুজন,অটোরিকশা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল করিম, সাবেক সভাপতি ইলিয়াস প্রমূখ।
নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ৭ জনসহ মোট ১৮ জন প্রার্থী ৯ পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ৮০৮টি ভোট সংগ্রহ হয়েছে। ভোট অত্যন্ত সুষ্ঠু ও উৎসব মোখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।