চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার গোডাউন কুরবানির পশুর হাটে ফার্মে লালিত সর্ববৃহৎ নবাবসহ ছোট- বড় ও মাঝারি সাইজের প্রায় শতাধিক গরুর প্রদর্শনী ও বিক্রয়ের জন্যে নিয়ে এসেছে সরফভাটার নাহার গ্রুপ।
তৎমধ্যে উৎসুক জনতা বাজারের সর্ববহৎ গরু নবাবকে দেখতে ভীড় করে এবং একপর্যায়ে সড়কে জ্যাম সৃষ্টি হয়।
মঙ্গলবার গোডাউন বাজারস্থ নাহার গ্রুপের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে এমন পরিস্থিতি দেখা যায় এবং নবাবকে আনার সাথে সাথে ৫লক্ষ টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে বলেও জানান।
এসময় নাহার গ্রুপের এগ্রো গ্রামারের চেয়ারম্যান সরফভাটা ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন জানান,পবিত্র ঈদ-উল- আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ প্রাকৃতিক ও হালাল উপায়ে খামারে পালিত উন্নত জাতের ছোট-বড়-মাঝারি সাইজের প্রায় শতাধিক গরু বিক্রয় ও প্রদর্শনী আনা হয়েছে এবং কয়েকটি গরু ছাড়া বাকী সব গরু বিক্রয় করা হয়েছে বলে জানান তিনি।
এসময় নাহার গ্রুপের অন্যান্যরা বলেন, প্রাকৃতিক ঘরোয়া পরিবেশে পালিত গরু বাজারে বিক্রয়ের জন্য আনা হয়েছে এবং গরুগুলোকে কোন ওষুধ এর মোটাতাজা করা হয়নি। এসময় তারা বছরের যে কোন সময়ে তাদের খামার পশ্চিম সরফভাটা মনির আহম্মদ বি.এস. সি সড়ক
সরেজমিনে এই বাজারে বিভিন্ন আকারের গরুতে ভরপুর দেখা যায়। তবে কুরবানির পমুতে বেশি হাছিল নিচ্ছে বলে অভিযোগ করেন।
যে কোন সাইজের গরু ক্রয় করার জন্য গোডাউনে আসার আহবান জানান ঠিকাদার নিজাম উদ্দিন বাদশা দসহ অন্যান্যরা এবং সার্বক্ষণিক নিরাপত্তায় প্রশাসনিক ও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে বলেও জানান। যোগাযোগ করার অনুরোধ জানান। আলহাজ্ব মুহাম্মদ হারুন- 01868135135, মুহাম্মদ হেলাল- 01818213221