চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সরকার ও ইউপি পরিষদ এর পাশাপাশি নিজ অর্থায়ানে স্ব-উদ্যোগে রাস্তা সংস্কার এর অবদান রাখার চেষ্টা করছে চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ হাছান সিকদার।
বৃহস্পতিবার(১১মে) বিকালে কাপ্তাই রোর্ডের সংলগ্ন কদমতলী উত্তর পাড়া জামে মসজিদ সড়কে পাশে রাস্তা সংস্কার কাজের পরিদর্শন সময় তাঁর স্বাক্ষাৎতে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি ওয়ার্ডের সর্বসাধরণের কথা বিবেচনা করে রাস্তাটি করে দিচ্ছি আজ আমার প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির সার্বিক সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রায় পঁচাশি লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ করে দেয়ায় সে আশা পূরণ হওয়ার পথে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের হতে গাইড ওয়াল বাবদ ভেটসহ প্রায় আড়াই লক্ষ টাকার প্রকল্পে বাজেটের সাথে আমার নিজ অর্থায়নে তিনফুট উচু রাস্তা পাঁচ ফুটে এবং পাঁচ ফুট সওরা রাস্তা ১৬ ফুটে উন্নত করা হয়েছে। রাস্তাটি সম্প্রসারণ করেছি যাতে বর্ষার সময়ে মাটির নিচে পানিতে ডুবে না যায় এবং অসুস্থ রোগীকে এম্বুলেন্স আনা- নেয়ার সুবিধার জন্য।
এ রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করে দেয়ায় মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপিসহ ইউপি সদস্য হাছান সিকদারকে ধন্যবাদ জানান সাধারণ জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন আ'লীগের নেতা হারুন, মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগের নেতা নুর হোসেন জয়, চন্দ্রঘোনা ইউনিয়ন আ'লীগের নেতা হারুন, ওয়ার্ড আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাম, মুরব্বি বাবুল,মুসা, ইসহাক, রফিক, মুহাম্মদ আলী, আবুল খায়ের, যুবলীগের নেতা আনোয়ার, হেলাল, দেলোয়ার, মুক্তার, তারেকসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।