চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের চন্দ্রঘোনা ইউনিয়নের আধুর পাড়া-হাজীপাড়া সংযোগ সড়ক শুক্রবার (২৫ এপ্রিল)সকালে কার্পেটিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি,বিএনপি নেতা আবদুল জব্বার, মাহাবুব আলম, যুবদল নেতা মোজাহেরসহ নেতাকর্মীরা শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল জব্বার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা মাহাবুব আলম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাহের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতা এডভোকেট সরোয়ার আলম-সহ ইউনিয়ন বিএনপি নেতা পিয়ারু ইসলাম,মোহাম্মদ ছাবের, রফিকুল ইসলাম,যুবদল নেতা ওসমানসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
এসময় ওসমান গনিসহ সকলে বলেন,দীর্ঘ সতের বছর আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে থাকলেও এ সড়কে কোন কাজ করেনি। বর্ষাকাল সহ অন্যান্য সময়ে বৃষ্টি পড়লে হাঁটা হাঁটি করা খুবই কষ্টকর।সাধারণ জনগণের দাবী প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বার্জেটে এ সড়কের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, আজকে শেষ হবে।
সড়কের কাজ শুরু করায় সরকারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এলাকাবাসী।পাশাপাশি সড়কের অবশিষ্ট কাজ দ্রুত আরেকটি বাজেট দিয়ে শেষ করার অনুরোধ জানান। প্রসঙ্গত,আধুর পাড়া-হাজীপাড়া সংযোগ সড়কের ১৮০ ফুট কার্পেটিং এর জন্য দুই লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে।