

রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া’র সুস্থতা, দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা এবং রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর স্মরণ সভা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ মার্চ) বিকালে চন্দ্রঘোনা লিচুবাগান সিএনজি স্টেশন চত্বরে দলীয় নেতা কর্মি ও সাধারণ রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার,প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাহবুল আলম, এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওগত আলী নুর, সদস্য রফিকুল ইসলাম।
রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন যুবদল-ছাত্রদলের নেতা শোয়াইব কাদের,মো.এরফান,মো. নাছের, সাজ্জাদ হোসেন খোকার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি বেলাল উদ্দিন বেলাল,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সোলাইমান,

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুল হক মুজিব, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহিসহ উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল জব্বার,ওবায়দুল্লাহ, মোহাম্মদ আয়ুব,মোজাহিদুল ইসলাম,মোহাম্মদ এনাম, জসিম সিকদার,মোহাম্মদ নাছের,মাসুদ পারভেজ, এরফান,মোজাহেরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আকতার,ফজল করিম জুয়েল,মোহাম্মদ সেলিম, আলম শাহ,আবু জাফর, শ্রমিক নেতা আব্দুল মান্নান মনু,সোলাইমান, আবু তালেব, মামুন, মো.জনি,মো. ইমন, মো. আজিম,শওকত,মো. আরমান, হৃদয়,মো. বক্কর, আরমান, সবুজ,মঈনুদ্দিন,মিজান, ইয়াকুব, আনোয়ার সহ অন্যান্নরা।
ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা অনুষ্ঠান শেষে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ৫শতাধিক রোজাদারদের নিয়ে নিয়ে ইফতার করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
