চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া আব্দুল হামিদ সড়ক উন্নয়নের কাজে চাঁদা দাবি করায় চাঁদাবাজীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন পূর্ব খুরুশিয়ার গ্রামবাসী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব খুরুশিয়া কানুন বাজার ছবিলা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে কয়েক শত এলাকাবাসী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাছির মিস্ত্রি,জসিম উদ্দিন,জামাল উদ্দিন,আবদুল রশিক,আবদুল কাদের, সাব কন্ডাক্টর আজিম উদ্দিন,মিস্ত্রী সোহেল প্রমূখ।
এসময় স্থানীয়রা বলেন,দীর্ঘদিন পরে পূর্ব খুরুশিয়া আব্দুল হামিদ সড়কের কার্পেটিং ও কালভার্ট নির্মাণ
শুরু হয়েছে। কাজটি শুরু হওয়ায় আমরা স্থানীয় খুবই আনন্দিত হয়েছিলাম। প্রায় ২০/২৫ হাজার মানুষের একমাত্র সড়ক এটি। কাজটি শুরু হওয়ার আগে ও পরে স্থানীয় ৩/৪ জন সন্ত্রাসী যুবক ঠিকাদারদের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবী করেন,চাঁদা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয় এবং কি চাঁদার টাকা না দিলে স্থানীয় প্রতিবাদকারী যুবক ও কাজে কর্মরত লোকজনকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন।
ঠিকাদারের সাব-কন্ট্রাক্ট আজিম উদ্দীন বলেন, প্রতিদিনের ন্যায় কাজে ছিলাম হঠাৎ পাশে গ্রামের আট-দশ জন ছেলে এসে কাজে বাধা দেয় এবং কাজ না করার হুমকি দেয় পরে স্থানীয় কিছু লোকজনের সাথে হাতাহাতি হলে বিষয়টি গ্রামবাসী জানতে পারে। গ্রামবাসী আসলে চাঁদাবাজরা চলে যায়,বর্তমানে আমাকে ফোন দিয়ে হুমকি দিলে,কাজ না করে আমরা চলে যেতে চাইলে পুনরায় গ্রামবাসীর অনুরোধে কাজ চালিয়ে যাচ্ছি।
আমি খুব ভয়ে রয়েছি, আজ তিন দিন ধরে আমি একই কাপড় পড়ে রয়েছি। আমি আমার নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাচ্ছি।