সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
শনিবার (১২অক্টোবর) রাতে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পূজামণ্ডপে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সকলকে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান এবং বাংলাদেশে জাতীয়বাদী দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি,ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে। তাই আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারাবদ্ধ।
কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দিল্লিতে বসে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার আছি, এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাই। পাশাপাশি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ মুহসিন,যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ চৌধুরীসহ হাজী ইলিয়াস শিকদার,জাহাঙ্গীর আলম চৌধুরী, মুজিবুর রহমান মুজিব,হেলাল উদ্দিন শাহ,নুরুল ইসলাম চৌধুরী, আজিম উদ্দিন তালুকদার,যুবদলের নেতা মাহমুদুল রশিদ মাসুদ,পারভেজ মোশাররফ,ছাত্রদলের নেতা জিপি আনছুর, আবু বক্কর,কামাল আহমেদ সাইফুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ
সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শ্রী শ্রী গীতা ভবন মহাজন বটতল মন্দির, পশ্চিম কদমতলী বণিক পাড়া মন্দির, মধ্যম কদমতলী জয়কালী মন্দির,স্বনির্ভর রাঙ্গুনিয়ার শ্রী শ্রী ক্ষেত্রপাল জীউর মন্দির, শান্তিনিকেতনের শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির,ইছাখালির দাশ পাড়া শ্রী শ্রী ঘৌর নিতাই সেবাশ্রম মন্দির, পৌরসভার সৈয়দবাড়ী শ্রী শ্রী নারায়ণ মন্দির পূজামণ্ডপ ও পোমরা ইউনিয়নের দাশপাড়ার মন্দির পরিদর্শন করেন এবং এ সময় মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।