চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার আলিম প্রথম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান,ওরিয়েন্টেশন ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসার মিলনায়তনে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক আলীউর রহমান রোশাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছবক প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান কাদেরী, উদ্বোধক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর আল কাদেরী।
ইতিহাস প্রভাষক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী রহমানির জামেউল উলুম দাখিল মাদরাসার সুপার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী, পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহি সদস্য আবু তাহের মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর,উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক শরীফ নজরুল ইসলাম,বাংলা প্রভাষক নিজাম উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা এস.এম. মঈন উদ্দীন, সহকারী মাওলানা এস.এম.আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান,মাওলানা এয়াকুব, মাওলানা হাসান মঈন উদ্দীন,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,সাইদুল আলম,তানিয়া সুলতানা জেসমিন,মোজাহেদুল ইসলাম, মুহাম্মদ হোসেন, আরিফুর ইসলাম,এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, ক্বারি জকরিয়া,অফিস সহকারী খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমূখ।
পরিশেষে মাদরাসা প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ছাত্র, শিক্ষক,অভিভাবক সকলের জন্য দু’আ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।