চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়ায় হযরত নুর মুহাম্মদ শাহ (রহ.) তরুণ পরিষদ এর আয়োজনে হাজী পাড়া তরুণ পরিষদ কর্তৃক আয়োজিত মরহুম সাকিব সিকদার স্মৃতির স্মরণে রাত্রি কালীন মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মুহাম্মদ মোরশেদ আলম।
হাজীপাড়ার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জুনায়েদুল আলম চৌধুরী,উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ মোরশেদ আলম, সংবর্ধীয় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোজাহেরুল হক রফিক।
তরুণ পরিষদ সদস্য ফাহিম ও আতিক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজের মুহাম্মদ মাহফুজুর রহমান, মুহাম্মদ ইয়াছিন,ইউপি সদস্য ইমরান হোসেন জাকারিয়াসহ ফরহাদ চৌধুরী,শরিফুল ইসলাম,ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদসহ আসিফুর করিম চৌধুরী, শরিফুল ইসলাম, ইমাম হোসেন মিনার,এরশাদুল হক, জাহেদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আমির হামজা, মাহামুদুর হক বাবর, ওয়াহিদুল মুরাদ রানাসহ অসংখ্য স্থানীয় মান্যগন্য বঢক্তিবর্গসহ তরুণ পরিষদের নেতৃবৃন্দ।
রেফারি আবদুস ছবুর, সহকারী হালিম ও বাবু সিকদার যৌথ পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাইনী পাড়া ব্রাদার্স ক্লাব বনাম হাজীপাড়া নুর মুহাম্মদ শাহ টেইলাস ফুটবল একাদশ উক্ত খেলায় হাজীপাড়া নুর মুহাম্মদ শাহ টেইলাস ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে ছাইনী পাড়া ব্রাদার্স ক্লাব।
এছাড়াও দ্বিতীয় খেলায় বাংলার বাঘ ফুটবল একাদশ ও বেতাগী ইয়ং স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলার বাঘ ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলার শেষে বিজয়ী দুই দলের সেরা খেলোয়াড়-কে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন অতিথিরা।