

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে পৌরসভার ৩ নং ওয়ার্ড আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা শুক্রবার(২৭ অক্টোবর) বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আ’লীগের সভাপতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুর ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমানুল হক তালুকদার,রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ রাসু, পৌরসভা যুবলীগের নেতা জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, পৌরসভা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক রুবি আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় পৌরসভা ও পৌরসভা আ’লীগের আয়োজনে সমাবেশ সফল ও সার্থক করার আহবান জানান।