

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় খলিফাতুর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক(রা) স্মরণে সিদ্দিক-ই আকবর কনফারেন্স ও দুই দশকপূর্তি অনুষ্ঠান সোমবার(২৩ডিসেম্বর) রাতে বেতাগী আস্তানা শরীফের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জাম’আত বাংলাদেশ,বেতাগী পশ্চিম পরিষদের আয়োজনে ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় কনফারেন্সে সভাপতিত্বে করেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জাম’আতের প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত রাঙ্গুনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ (ম.জি.আ)।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হাছান, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান,উদ্বোধক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নুরী, প্রধান বক্তা ছিলেন বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুহাম্মদ মুফতি শহিদুল্লাহ বাহাদুর,অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা কাযী হাফিজুর রহমান।

এসময় বক্তারা বলেন, হযরত আবু বকর সিদ্দিক (র.) হলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থলাভিষিক্ত খলিফা,তিনি মানুষের দুঃখ দুর্দশায় সহায়-সম্বলহীনতয় এবং দুস্তদের সাহায্যার্থে আত্মনিবেদিত ছিলেন, ইসলাম কবুল করার সময় তার কাছে প্রায় ৪০ হাজার স্বর্ণমূদ্রা জমা ছিল। ইসলাম কবুল করার পর সঞ্চয়কৃত সমুদয় অর্থ ইসলামের কল্যাণে তিনি ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাস-দাসী ইসলাম গ্রহণের নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এই অর্থ দ্বারা তিনি সেই সেব দাস-দাসী খরিদ করে আজাদ করেন। বক্তারা আরো বলেন, সিদ্দিক-ই আকবর একমাত্র সেই সাহাবী, যার সাহাবীত্ব পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে। খিলাফতের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি যাকাত অস্বীকারকারী, ভন্ডনবীদের দমন,কুরআন সংকলন ও বিভিন্ন বিদ্রোহে অসামান্য অবদান রেখেছেন।

মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ ও শেখ মুহাম্মদ আসিফ হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবিদি,হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান জামী, মাস্টার মাহামুদুর রশিদ মাসুদ, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা মুহাম্মদ আলী নঈমী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা আমানত উল্লাহ পেয়ারু, মাওলানা জালাল উদ্দীন আলকাদেরী, শাহজাদা ওবায়দুর রহমান (পেঠান শাহ), নুর মুহাম্মদ মেম্বার, এডভোকেট এম ইকবাল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মাস্টার মাহমুদুর রহমান মাসুদ, রাঙ্গুনিয়া প্রভাষী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান, গাজী জামাল উদ্দীন, এস এম রেজাউল করিম বাবর, মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা ইলিয়াছ করিম আলকাদেরী, মাওলানা এম এ শাকুর, মাওলানা এ এফ এম বদরুদ্দীন, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোফাচ্ছেল চৌধুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মীর আরমান হোসাইন প্রমূখ
সিদ্দিক-ই আকবর কনফারেন্সের দুইদশক পূর্তি উপলক্ষ্যে খলিফাতুর রাসূল (দ.) নামক স্মারক প্রকাশ করা হয়।