

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত চট্টগ্রাম-৭( রাংগুনিয়া-বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান ব্যাক্তিগত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম- দক্ষিণ ছাত্রসেনার সাবেক সভাপতির ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইন।
বুধবার রাতে সংসদীয় আসনের পদপ্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান তাঁর ব্যাক্তিগত পেইজবুকে মাধ্যমে ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইন-কে ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এবিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নিয়োগপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইন (এল এল বি, বি এ অনার্স, এম এ মাস্টার্স) এর কাছে জানতে চাইলে!
তিনি সর্বপ্রথম আল্লাহ ও রাসূল পাক (দ.) কাছে শুকরিয়া আদায় করেন, তাকে ব্যক্তিগত সচিব নিয়োগ করায় প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন,বিগত ২০১৪ সালের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনপ্রিয় বক্তা আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমীনের ব্যাক্তিগত প্রেস সচিব, বিগত পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা হাফেজ আব্দুর রহমান জামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিগত রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আকতার হোসেন বিজয়ী হওয়ার সময় প্রধান নির্বাচনী এজেন্ট ও প্রস্তাবকারীর দায়িত্ব পালন করেছেন বলে জানান।
প্রসঙ্গত, ক.ম.ফ ইকবাল হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা (দক্ষিণ-মধ্যম), চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার সাবেক সভাপতি দায়িত্ব পালনসহ চট্টগ্রাম ওয়েল ফেয়ার মডেল ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান, জি -৬১ ফাউন্ডেশন এর চেয়ারম্যান,শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি রাঙ্গুনিয়া জোন দক্ষিণ-মধ্যম এর সাবেক সফল সভাপতিসহ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠন সংস্হার দায়িত্ব পালন করছেন।