মুহাম্মদ দেলোয়ার হোসাইন :: বিপুল উৎসাহ ও উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন আস্থা অবিচলের কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ,ঈদ উদযাপন , আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) বিকালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আস্থা অবিচলের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্থা অবিচলের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
আস্থা অবিচল এর অর্থ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অধ্যক্ষ একেএম সুজা উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নবীর হোসেন,সিরাজুল ইসলাম,আহসান হাবিব,মোহাম্মদ ইউনুচ, প্রকৌশলী ওমর ফারুক,ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন,সাংবাদিক এনায়েতুর রহিম, আবদুল করিম,খোরশেদ আলম সুজন,আবু সুফিয়ান, সন্তোষ কুমার শীল,বিমল শীল, ডা. কামাল, মাহবুবুল আলম,, কাজী শাহাদাত, বিমল কান্তি শীল, জসিম উদ্দিন, কাজী মিজানুর রহমান,মো.জামাল, মো. শাহ আলম, ডা. নুরুল ইসলাম, ডা.আসরাফ, মো.হোসেন, মো.এমদাদ, মাহামুদা আক্তার ও মায়া আক্তার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আস্থা অবিচল এর সহ সভাপতি সন্তোষ নাথ,সহ সভাপতি হারুন সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গনি,সাংস্কৃতিক সম্পাদক আবদুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক হাছান,দপ্তর সম্পাদক শাহাদুর রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইয়াকুব,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাঈম,নির্বাহী সদস্য সায়মন রউফ,আমেনা বেগম, আবু তাহের, আশরাফুল ইসলাম আরিফ,ইমরান আরিফ প্রমূখ।
"ঈদ বৈশাখের অনাবিল উচ্ছ্বাসের উন্মাদনায়,স্মৃতির পরতে পরতে মিলি সবে এক মোহনায়"-এই স্লোগানে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ৬টি স্টলে গ্রামীণ পিঠাপুলি মেলা, স্মৃতির দেয়ালে লিখে অনুভূতি প্রকাশ, ছবির তোলার ফ্রেম, গান-নৃত্য, চাটগাঁইয়া ছড়া, কবিতা আবৃত্তি, মোরগ লড়াইসহ নানা ব্যতিক্রমী আয়োজনে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা৷ প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে হারিয়ে যান সোনালী অতিতে। এসময় প্রাক্তন শিক্ষার্থী মহুয়া রউফের লেখা "দখিন দোয়ার খোলা" বইটি সকলের মাঝে উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।