রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটায় হোসেন মেম্বার ও হাফেজ শরীফ এর বাড়ির উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল শনিবার ( ১৫অক্টোবর) হোসেন মেম্বার ও হাফেজ শরীফ এর বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সরফভাটা ৩নং ওয়ার্ড আ'লীগের সভাপতি প্রবীণ আ'লীগের নেতা মুহাম্মদ হোসেন মেম্বার এর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন কদলপুর জামাল শাহ জামে মসজিদ এর খতিব মাওলানা মুসলেহ উদ্দিন জাবেদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবদুল রহমান কাদেরী (পটুয়াখালী) ,প্রধান বক্তা ছিলেন তৈয়বিয়া রাহাতিয়া সুন্নীয়া মাদরাসার সুপার মাওলানা নবীউল হোসেন নঈমী।
কাজী জুবায়ের হোসেন এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির জামাল উদ্দীন,সোহেল আনোয়ার, হালিম, সাজ্জাদ হোসেন, সুলতান, মারুফ, রনি, কাইয়ুম, আরফাত, আফজল, আদর,মেহেদিসহ এলাকার সর্বস্তরের জনগণ।
Report -Mohammad Delowar Hossain (Roshai), Alokito Rangunia, Ctg- 01820-039772