

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার সরফভাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারে মাঝে প্রায় লক্ষ টাকার ঢেউটিন বিতরণ করেন সরফভাটা ইউনিয়নের সমাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশন।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবু জাফর ও আবদুল জলিল এর পরিবারের পাশে আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের পক্ষে থেকে ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সরফভাটা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হারুন এর নেতৃত্বে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিন শরীফ মাস্টার,ইউনিয়ন আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য ইউসুফ আলী,সরফভাটা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকেরুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন জয়,যুবলীগের নেতা শাহ আলম,তৌহিদুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের নেতা আজাদ, কলেজ ছাত্রলীগের নেতা মোবারক হোসেনসহ এলাকাবাসী মুরব্বি ও মুসল্লী।

এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হারুন জানান, রাঙ্গুনিয়াসহ সরফভাটাবাসীর যেকোন অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আগামীতে এ সহযোগিতা অব্যহত রাখার চেষ্টা করবো।