চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ১১৮তম বার্ষিক সভা শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী মাদ্রাসার ময়দানে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সোয়াইবুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা এমদাদুল্লাহ নানুপুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন মুফতি মাওলানা ইসমাঈল হোছাইন সিরাজী।
মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রবিউল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ,মুফতি মাওলানা আব্দুল কাদের, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সানাউল্লাহ নুরী, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ,মাওলানা কাজী হোছাইন আহমদ, মাওলানা আমির হোসেন, মাওলানা মুহাম্মদ জালাল আহমদ, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুফতি হাবিবুল্লাহ, মাওলানা হাফেজ জাফর সাদেকসহ দেশ বরেণ্য আলেম ওলামাগণ।
এসময় বক্তারা মাদ্রাসার শিক্ষার গুরুত্ব, ঈমান, আমল ও বর্তমান প্রেক্ষাপটসহ মুসলমানদের করনীয় বিষয়ে আলোচনা করেন।
সভার শেষে সভাপতি ও পরিচালক মাদ্রাসার সভায় আর্থিক, শারীরিক,মানষিকভাবে উপস্থিত হয়ে সভাকে সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও সভার শেষে মেশকাত সমাপনী শিক্ষার্থী ও হিফজ সম্পন্নকারী হাফেজদের পাগড়ি ও সনদ প্রদান করা হয়।