

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় হযরত নুর মুহাম্মদ শাহ (রহ.) তরুণ পরিষদ এর আয়োজনে হাজী পাড়া তরুণ পরিষদ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে পোমরা হাজীপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শফি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠন এর সদস্য মাহিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, ,উদ্বোধনী বক্তব্য রাখেন পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ইমরান হোসেন জাকারিয়া, রুমন শীল রিমন, মমতাজ মিয়া, আহমদ বেলাল, আবু নিদান মেহেদীসহ অসংখ্য স্থানীয় মান্যগন্য বঢক্তিবর্গসহ তরুণ পরিষদের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম মহানগর যুব শক্তি ক্লাব বনাম রাউজান পাহাড়তলী ফুটবল একাডেমি, উক্ত খেলায় রাউজান পাহাড়তলী ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে চট্টগ্রাম মহানগর যুব শক্তি ক্লাব।

এছাড়াও দ্বিতীয় খেলায় কমিউনিটি সেন্টার ফুটবল একাদশ, বেতাগী জুনিয়র ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড উঠে। তৃতীয় খেলায় দ্যা কিং অব হাজীপাড়া ফুটবল একাদশ মাইজ পাড়া মরহুম হাজী আহমদ মিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড উঠে। পরে বিজয়ী তিন দলের সেরা খেলোয়াড়-কে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন অতিথিরা।