চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাসহ চন্দ্রঘোনা ও শিলক ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানান বাবু শেখর বিশ্বাস ও বাবু প্রণব কুমার দে।
মঙ্গলবার (২৪অক্টোবর)বিকালে চন্দ্রঘোনা ও শিলক ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ঢাকের বাদ্য আর গান -বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বিভিন্ন স্থানীয় পুকুর,খাল ও নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আ'লীগের নেতা বাবু শেখর বিশ্বাস জানান এ বছর রাঙ্গুনিয়াসহ চন্দ্রঘোনা ইউনিয়নে সুন্দরভাবে পূজা উদযাপন করা হয়েছে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন শেষ করতে পারায় আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিসহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।
এদিকে শিলক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক যুবলীগের নেতা বাবু প্রণব কুমার দে শিলক ইউনিয়নে কোন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ বছরও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে বলে জানান এবং সুন্দরভাবে পূজা উদযাপন শেষ হওয়ায় সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, ইউপি চেয়ারম্যান সহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।
এ সময় তাঁরা জানান,‘এই পৃথিবী যেন সুন্দর ও নির্মল হয়। সবাই যেন ভালো থাকতে পারি। মা দুর্গার কাছে এই প্রার্থনাই করেছি। ’প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তার বাবার গৃহ। দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে(হাতি)চড়ে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। আর পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে তিনি আবার স্বামীর বাড়ি ফিরে যান।