মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জঙ্গল বগাবিলী গ্রামে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজাতি অসহায় ও দুস্থ অংপাচিং ও মংক্যচিং এর পরিবারের পাশে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন রাঙ্গুনিয়ার রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম অরাজনৈতিক ও মানবতার সংগঠন " প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও সংযুক্ত আরব আমিরাত শাখা।
আজ শুক্রবার (০৬ আগস্ট) বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যের হাতে এ নগদ আর্থিক সহযোগিতা পৌঁছে দেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই' ও সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন মোস্তফা জাহাঙ্গীর, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,
যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দীন, সদস্য মোহাম্মদ মহসিন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মাওলানা,স্থানীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাবুল আলম, ছাত্রলীগের নেতা আজগর,ওসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সভাপতি এবং এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী বলেন,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সকল সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে আজ এই সমিতি রাঙ্গুনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ এবং মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকলের আন্তরিকতা ও ভালোবাসায় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি এগিয়ে যাবে এবং প্রবাসে অবস্থানরত সকলকে রাঙ্গুনিয়া সমিতির সদস্য হওয়ার আহবান জানান।