রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির ১৪ তম সভা আজ ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার সন্ধ্যা ৬.৩০ টায় জামানস রেস্টুরেন্ট, জিইসি, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য জনাব মাহমুদ সিকদার হুমায়ূন, মাস্টার মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা ফারুক আহমেদ শাহীন, অধ্যাপক তাহের হোসাইন সেলিম, মাওলানা মো. জাকারিয়া সিরাজ, জনাব মুহাম্মদ ফরিদুল আলম, জনাব কাজী মুহাম্মদ এরফানুল হক, জনাব আহমদ ইমরানুল আজিজ ও জনাব মুহাম্মদ ফোরকান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান অতি শীঘ্রই বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণে একটি শক্তিশালী প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পরিশেষে সভার সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।