চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ শওকত আলী।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আইয়ুব রানা’র স্বাক্ষরিত প্রেরিত চিঠির মাধ্যমে তাকে মনোনীত করা হয়।
শওকত আলী রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশ পাড়া গ্রামের মরহুম সেকান্দর আলীর সন্তান।
শওকত আলী মরিয়ম নগর ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা, সাবেক ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক,, সাবেক রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য,সাবেক মরিয়ম নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বসহ সাবেক ইউপি সদস্যের দায়িত্ব পালন করেন।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।