

রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহাম্মদ নাছের।
রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদার আজ রোববার (১৮জুন) বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ দায়িত্বপত্র হস্তান্তর করেন।
এসময় তিনি তাকে যুগ্ম আহবায়ক মনোনীত করায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি, উপজেলা তাতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেন।
মুহাম্মদ নাছেরকে যুগ্ম আহবায়ক মনোনীত করায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তালেব সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ ও সরফভাটা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপিসহ রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদারকে ধন্যবাদ জানান।।