

রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলম।
তিনি মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক নির্বাচনে ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি” শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজে সহযোগিতা, মাষ্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষক হিসেব দায়িত্ব পালন, শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া, অনলাইন ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে করে আসছেন।
তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল এর পক্ষে থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।