

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় বিপুল উৎসাহ ও উৎসব মুখর পরিবেশে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বদিউর খায়ের লিটন চৌধুরী-কে সভাপতি ও মোহাম্মদ ইউনুসকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সংবর্ধিয় অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল আলম, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান শাকিব, সদস্য নিয়াজ মোরশেদ এলিট।

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীশাহ, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী,

রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার,পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, পৌরসভা আ’লীগের সাবেক সভাপতি মাস্টার আসলাম খান, বর্তমান সভাপতি আরিফুর ইসলাম,সাধারণ সম্পাদক সেলিম উদ্দীনসহ প্রস্তুতি কমিটির সমন্বয় পারভেজ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আজিজসহ জেলা ও উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের শেষে সম্মেলনের কার্যক্রম শুরু করেন এবং সম্মেলন এর শুরুতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদিউল খায়ের চৌধুরী লিটন,মোহাম্মদ ইউনুস, মোরশেদ তালুকদার ওমর ফারুক, মাহামুদুর হাসান, নাছির উদ্দীন আহমেদ, তৌহিদুল ইসলাম,ওমর কমিশনার,জাকিরুল আজম চৌধুরী মুরাদ,আলহাজ্ব এম. এ বাবুল, রাকিবুল আহসান খানসহ অন্যান্য পদপ্রার্থীরা মিছিল সহকারে সম্মেলন যোগদান করেন।
