চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সভাপতি হাজী সোলেমান চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদুল আজিম চৌধুরী খোকন।
রোববার(২৯জুন)দিনব্যাপী ক্লাবের সদস্যদের ভোটে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী।
নির্বাচনে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন খাঁন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি বি.কে.লিটন চৌধুরীসহ ক্লাবের সদস্যরা ভোট গ্রহণে অংশগ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী বলেন,১৯৬০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের সুনাম ছিলো চট্টগ্রাম জুড়ে। সারা রাঙ্গুনিয়ায় এই ক্লাবের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। নির্বাচনে সভাপতি- সম্পাদকসহ ১১টি পদের মধ্যে চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে । নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ চারটি সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলেছে। ২৭৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে।
ক্লাবের নির্বাচিত ও প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য প্রার্থীরা হলেন, ক্লাবের সহ-সভাপতি জরিফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন তারেক চৌধুরী, কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন কুসুম, আন্ত:ক্রীড়া সম্পাদক খাইরুল আরাফাত মিনা, ক্রীড়া সম্পাদক (বহি:) মোহসিন,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক রিফাত চৌধুরী, পাঠাগার সম্পাদক শওকত হোসেন চৌধুরী, সদস্য মো. রোশন আলী খাঁন ও মো. এসকান্দর।