

রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের নতুন কমিটি গঠন করা হয়েছে, এতে প্রকৌশলী এম কেফায়েত উল্লাহকে সভাপতি এবং অধ্যাপক মোহাম্মদ হাছান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গত শুক্রবার (২৪মে) বিকালে সরফভাটার ইত্যাদি চত্বরস্থ স্কুলের অফিস কক্ষে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় উপস্থিত পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে এ কমিটি করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ক্বারী মাওলানা ইসমাইল, সহ-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার,অর্থ সম্পাদক সেকান্দর ,সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল তালুকদার,শিক্ষা বিষয়ক সম্পাদক জাসেদুল ইসলাম চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওবাইদুল্লাহ,কার্যনির্বাহী সদস্য পদে মঈন উদ্দিন মহির, আজাদ শাহ ও অধ্যাপক রহমত উল্লাহ।
প্রসঙ্গত, প্রকৌশলী কেফায়েত উল্লাহ পূর্ব সরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য,সরফভাটার সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সরফভাটা সমিতি চট্টগ্রামের সমিতির সাধারণ এবং জে.কে গ্রামার স্কুলের প্রতিষ্টাতা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।