রাঙ্গুনিয়া উপজেলায় গ্রীন মডেল স্কুল চন্দ্রঘোনার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১যুগ পূর্তি উপলক্ষে পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) র্যালীসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো স্কুলের মাঠে টানানো হয়েছে শামিয়ানা। সকাল ৮টা থেকে জড়ো হতে শুরু করে স্কুলের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের আগমনে উৎসবে মেতে উঠে পুরো স্কুল মাঠ। এসময় দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন অনেকেই। চলে ছবি তোলা, আড্ডা, গানের তালেতালে হৈ হুল্লোড়। বেলা গড়াতে মানসম্পন্ন শিক্ষা বিস্তারে প্রাইভেট স্কুলের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা হয় । পরে দুপুর ১২ টা থেকে দ্বিতীয়ার্ধের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রীন মডেল স্কুল চন্দ্রঘোনা'র প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধক ছিলেন আদর্শ সমাজকল্যান পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাসান মুরাদ।
প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব পূজিতা দাশ'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নুরুল আবচার চৌধুরী, স্কুলের পরিচালক মহিউদ্দিন বাদশা, ইলিয়াস আহমেদ, কাজী এমরান, মো. বেলাল, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম এর সভাপতি আমির হোসাইন, শিক্ষক নজরুল ইসলাম,প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক নাজমুল হক সৈকত প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।