চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যেবার্হী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অসহায়, দুস্ত ও হতদরিদ্র এতিমখানার অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রায় অর্ধলক্ষ টাকার চাউল প্রদান করেন রাঙ্গুনিয়া রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম সংগঠন ” রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদ।
শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার প্রাঙ্গণে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (ম.জি.আ) এর হাতে হস্তান্তর করেন রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদের সভাপতি এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী।
এসময় রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগায়সহ দরবার সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসী আলহাজ্ব কোরবান আলী বলেন, রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদ ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে আজ রাঙ্গুনিয়ায় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে এবং মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকলের আন্তরিকতা ও ভালোবাসায় সমিতি এগিয়ে যাবে।
এ সময় আলহাজ্ব কোরবান আলী, হানিফ রাজু, মুহাম্মদ রুবেল,হাজী নুরুন নবী, মুহাম্মদ ইসমাইল, মুমতাজ, মুহাম্মদ ফরহাদ,জসিম উদ্দিন, ইন্জিনিয়ার জাহাঙ্গীর, নাছির উদ্দীন চৌধুরী, আলহাজ্ব মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নঈমীর সহযোগিতায় চাউল প্রদান করা হয় বলে জানান।