বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এন.এন.কে ফাউন্ডেশনের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কর্মহীন,দিনমজুর,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বুধবার (৩ এপ্রিল) বিকালে গোছরা চৌমুহনীস্থ মাদ্রাসার হল রুমে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পোমরা ইউনিয়ন এন.এন.কে ফাউন্ডেশনের সভাপতি আবুল মেম্বার। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী’র বিশ্বস্ত একান্ত সহকারী ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ।
পোমরা ইউনিয়ন এন.এন.কে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হামজা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সিনিয়র সহ সভাপতি মাওলানা আহমদ আলী নঈমী, সাধারণ সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য শৈবাল চক্রবর্তীসহ পোমরা ইউনিয়ন এন.এন.কে ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।