চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া পৌরসভা আ'লীগ এর দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেন্দ্রীয় আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয় শুভ উদ্বোধন পরে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধায় আয়োজন করেন পৌরসভা আ'লীগ।
পৌরসভা আ'লীগের সভাপতি আরিফুর ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদার
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সরফী,পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দীন,পৌরসভা আ'লীগের সিনিয়র সহ সভাপতি এনামুল হক,সহ সভাপতি আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমানুল হক তালুকদার,দপ্তর সম্পাদক ফজলুল করিম তালুকদার, অর্থ সম্পাদক রাসেল চৌধুরীসহ পৌরসভা ও ওয়ার্ড আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুভ উদ্বোধন উপলক্ষে বাদে আছর থেকে উপজেলা আ'লীগের কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্বোধক গান গেয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন শিল্পীরা।