চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া সরকারি কলেজের ২০২৪ সালের এইসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সদস্য আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউল হাসান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সুজা উদ্দিন,বিভাগীয় প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম,বিভাগীয় প্রধান বাংলা অধ্যাপক ইফতেখার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক কাইছার নুর লিটন, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, সাবেক সিনিয়র সহ সভাপতি পারভেজ হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীরা বিভিন্ন গান গেয়ে আনন্দ উপভোগ করেন।