

রাঙ্গুনিয়া বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষকদের এক সভা আজ সোমবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাফর উদ্দিনের সভাপতিত্ব করেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হোসেন সভার সঞ্চালনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’কে সভাপতি ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সহকারী প্রধান শিক্ষক পরিষদ গঠন করা হয়। সভায় রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হোসেনকে অর্থ সম্পাদক, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথি নাথকে দপ্তর সম্পাদক ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করবেন।