

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহাব্দিনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শিক্ষানুরাগী আবু বক্কর।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এছাড়াও জেলা শিক্ষা অফিস কর্তৃক শিক্ষক প্রতিনিধি উদয়ন বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অভিভাবক প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন এবং পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হয়েছে প্রধান শিক্ষক।
বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এডহক কমিটির নির্বাচিত সকলকে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।