

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলার।
চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইউপি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পোমরা ইউনিয়নের সকল মেম্বার পদপ্রার্থীর সাথে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভা পোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমদ চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব।

এ সময় ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আশ্বাস প্রদান করেন উপজেলা প্রশাসন।