চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা শান্তির হাটের মাছ বাজারের পাশ্ববর্তী স্থান হতে মোটর বাইক (Bule Colour Suzuki bike) চুরি হওয়ার ঘটনা ঘটে।
আজ শনিবার(১৪মে)সকালে ৯টা থেকে দুপুর ১২ টার মধ্যে বাজার হতে মোটর বাইক চুরি হয়েছে বলে জানান। তিনি বলেন, আমি গাড়ি রেখে মাছের বাজারে ও অন্যান্য কাজ সেরে এসে দেখি গাড়ি নেই ! অনেক খুঁজে ও পাওয়া যায়নি।
মুহাম্মদ রবিউল হোসাইন এর বাড়ি পোমরা রোশাই পাড়া গ্রামে। তিনি পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা হতে ফাযিল পাশ করে বর্তমানে নিজের প্রতিষ্ঠা নিয়ে কর্মরত রয়েছেন।
পরে তিনি কেউ সন্ধান দিতে পারলে! বা দেখলে নিম্নোক্ত তার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান, মুহাম্মদ রবিউল হুসাইন - ০১৮২৯০৭০২০৭।