মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন, উপজেলাধীন পোমরা ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শক মুহাম্মদ দিদারুল ইসলাম।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর)বিকালে তাঁর সাথে স্বাক্ষাৎতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, উপজেলার মধ্যে ইউনিয়ন ভিত্তিক পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কাযক্রমের উপর ভিত্তি করে এ সম্মাননা প্রদান করা হয়। এবছর আমাকে কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
তিনি আরো বলেন,গত শনিবার রাঙ্গুনিয়া উপজেলার মাসিক সমন্বয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় শেষে, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার ও ইউএনও ইফতেখার ইউনুসের হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, মুহাম্মদ দিদারুল ইসলাম হলো পোমরা সাপলেজা পাড়া নিবাসী, পোমরা কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম হোসাইন এর সুযোগ্য সন্তান। এ ছাড়াও তিনি পোমরা গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক।